শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

শাহজালাল বিমানবন্দরে পিস্তলসহ সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা আটক

জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। শুক্রবার বিকেলে নভোএয়ারের একটি ফ্লাইটে করে তাঁর যশোর যাওয়ার কথা ছিল। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ৩৫টি গুলি জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরে স্ক্যান মেশিনে তল্লাশির সময় মজিবুর রহমানের হাতব্যাগে একটি পিস্তল ও ৩৫টি গুলি পাওয়া যায়। এ সময় ঘোষণা ছাড়াই অস্ত্র বহনের বিষয়টি জানতে চাইলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

সিভিল এভিয়েশন নিরাপত্তা বাহিনী অ্যাপ সেকের পরিচালক উইং কমান্ডার নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বিকেলে মজিবুর রহমানের যশোর যাওয়ার কথা ছিল। নিয়মানুযায়ী অস্ত্র থাকলে তার ঘোষণা দিতে হয়। কিন্তু তিনি কোনো ঘোষণাই দেননি।

উইং কমান্ডার নূরে আলম আরও জানান, মজিবুরের কাছে পাওয়া পিস্তলটি ব্রাজিলের তৈরি। এর বৈধ লাইসেন্স থাকলেও ঘোষণা না করার অপরাধে সেগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি এস এম মজিবুর রহমানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

উড়োজাহাজে শৌচাগারের ফ্লাশ নষ্ট, তাই ফ্লাইট বাতিল

শৌচাগারের ফ্লাশ নষ্ট হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাই দুবাই এয়ারলাইনসের এই ফ্লাইট আজ শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রায় সাড়ে আট ঘণ্টা পর রাত সাড়ে সাতটায় অপেক্ষমাণ যাত্রীদের জানানো হয় ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থাপক উইং কমান্ডার এ বি এম সারওয়ার-ই-জামান। তিনি আজ রাত ৯টায় প্রথম আলোকে বলেন, শনিবার ফ্লাশটি ঠিক হলে ওই উড়োজাহাজেই যাত্রীদের নিয়ে যাওয়া হবে। আর ঠিক না হলে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হবে। তিনি আরও জানান, ওই ফ্লাইটে ১৮০জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে যাঁদের বাসাবাড়ি আশপাশে, তাঁরা সেখানে চলে গেছেন। আর যাঁদের বাসাবাড়ি দূরে, তাঁদের হোটেলে পৌঁছিয়ে দিয়েছে উড়োজাহাজ কর্তৃপক্ষ।

এদিকে দিনভর অপেক্ষা এবং শেষে ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও তাঁদের স্বজনেরা। দিনভর নানা উৎকণ্ঠায় দিন কাটে তাঁদের।

যাত্রীদের একজন মোহাম্মদ আলী। তিনি সাতকানিয়ার গ্রামের বাড়ি থেকে গতকাল ভোর পাঁচটায় বের হয়ে বিমানবন্দরে আসেন। দুবাই হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল তাঁর। রাত সোয়া নয়টায় মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘প্রথমে কর্তৃপক্ষ আমাদের বলে উড়োজাহাজের শৌচাগারের ফ্লাশ নষ্ট, কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর বলা হয় প্রকৌশলী এখনো আসেনি, আরেকটু অপেক্ষা করুন। এভাবে কয়েক দফা নানা কথা বলে আমাদের অপেক্ষায় রাখা হয়। শেষে জানানো হয় ফ্লাইট বাতিল। অন্যদিকে দুপুরের খাবার দেওয়া হয় বিকেল পাঁচটায়। একদিকে উৎকণ্ঠা, অন্যদিকে খাবার খেতে বিলম্ব হওয়ায় এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।’
মোহাম্মদ আলী আজ রাতে বাড়ি সাতকানিয়ায় ফিরেছেন। তিনি জানান, কাল শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিমানবন্দরে আসতে বলা হয়েছে।

বর্তমান ফ্যাসিবাদ বিদায়ে বিপ্লব করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে পুঁজিবাদ ফ্যাসিবাদে পরিণত হয়েছে। এটা বিদায় করতে হলে বিপ্লব করতে হবে। বিপ্লব করতে হলে সুশৃঙ্খল সংগঠনের প্রয়োজন হয়। আর সংগঠনের জন্য জ্ঞানের প্রয়োজন।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্‌যাপন জাতীয় কমিটির এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। ‘উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ: জনগণের আকাঙ্ক্ষা ও বামপন্থীদের ভূমিকা’ শিরোনামে আলোচনা সভাটির আয়োজন করা হয়।অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পূর্ববঙ্গ স্বাধীন হবে, সেটি স্পষ্ট হয়েছিল ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে। তখন প্রশ্ন উঠেছিল, কারা এই আন্দোলনের নেতৃত্ব দেবে? সমাজের সব শ্রেণি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কৃষক-শ্রমিক-ছাত্র সবাই এই আন্দোলনে নেমেছিল। ছাত্ররাই এই আন্দোলনের চালিকাশক্তি ছিল। তিনি বলেন, ‘উনসত্তরের গণ-অভ্যুত্থানে দাবি উঠেছিল, ২১ ফেব্রুয়ারি ছুটির দিন ঘোষণা করতে হবে। পরে ১৯৭০ সাল থেকে মধ্যরাতে ২১ ফেব্রুয়ারি পালন শুরু হয়ে গেল। তখন থেকে বোঝা গেল আমরা পুঁজিবাদী ধারায় চলে গেলাম। থার্টি ফার্স্ট নাইটের মতো ২১ ফেব্রুয়ারিও অনুকরণ হতে থাকল। যার ফলে নিরাপত্তার নামে শহীদ মিনারে জনগণের যাওয়া নিয়ন্ত্রিত হলো।’

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, আইয়ুব খানের প্রধান অস্ত্র ছিল উন্নয়নের দশক। এই উন্নয়নের দশক দিয়ে জনগণের কষ্ট, দুর্দশা সব আড়াল করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, এ বিষয়ে শেখ মুজিবুর রহমানের “কারাগারের রোজনামচায়” বলা আছে, “উন্নয়নের দশক চলছে, কিন্তু মানুষের নিপীড়ন, কষ্ট এসবের কোনো উল্লেখ নেই।” এ সময় আনু মুহাম্মদ বলেন, মনে হয় যেন ২০১৭-১৮ সালে লেখা কথা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের আলোচনা করাটা এখনো প্রাসঙ্গিক। কারণ এখনো মুক্তিযুদ্ধ শেষ হয়নি। মুক্তিযুদ্ধের অনেক কিছু থেকে এখনো শেখার আছে। তিনি বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ছয় দফার ভিত্তিতে হয়নি, ১১ দফার ভিত্তিতে হয়েছিল। বর্তমান তরুণ প্রজন্মের যে পরিমাণে ইতিহাস চর্চা করা উচিত, সে পরিমাণে করে না। সবার লেখা, মত পড়া উচিত। তারপর স্বাধীনভাবে বিশ্লেষণ করে মন্তব্য করা উচিত।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আগামী দিনে গণ–অভ্যুত্থানের মূল শক্তি কে? একটি পর্যায়ে গিয়ে পুঁজিবাদ একটি সংকটে পড়বে, তখন তাদের আঘাত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত চারটি সংকটে পড়েছে। ১৯৭৫ সালের সংকটে শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এরপর ১৯৮১ সালে দ্বিতীয় সংকটে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তৃতীয় সংকট আসে ২০০৬ সালে। পরবর্তীতে যেটির সমাধান হয় এক-এগারোর মধ্য দিয়ে। আর ২০১৪ সালে আসে চতুর্থ সংকট, যা এখনো চলছে। সে জন্য বামপন্থীদের একতাবদ্ধ হতে হবে যেন পঞ্চম, ষষ্ঠ সংকট না আসে।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদের (মার্ক্সবাদী) মবিনুল হায়দার চৌধুরী, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবদুল্লাহ আল ক্বাফী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

‘প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া বাড়ি ফিরব না’

নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বলছেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তাঁদের এমপিওভুক্তির দাবি মানা হয়নি। তাই এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনেই অবস্থান করবেন।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলছে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-কর্মচারীরা গত বুধবার থেকে প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন।এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এমপিওভুক্তির কথা বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ আমরা চাই। কারণ, এর আগে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পরে বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী আমাদের যদি বাড়ি ফিরে যেতে বলেন, সে নির্দেশও আমরা মানব। তবে আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের খালি হাতে ফেরাবেন না।’

নন-এমপিওভুক্ত শিক্ষকেরা বলছেন, সাড়ে পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সুনির্দিষ্ট ও যৌক্তিকভাবে লিখিত কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তাঁদের অবস্থান দিন-রাত সমানতালে চলবে। পিরোজপুরের নাজিরপুর থেকে এসেছেন রাজলক্ষ্মী কলেজের শিক্ষক সিদ্ধার্থ মজুমদার। তাঁদের প্রতিষ্ঠান থেকে চারজন শিক্ষক ঢাকায় এসে অবস্থানে যোগ দিয়েছেন। তিনি বলেন, কোনো আশ্বাস আর নয়। আমরা কোনো আশ্বাস আর বিশ্বাস করি না। এবার এমপিওভুক্তির ঘোষণা লিখিতভাবে এবং সুনির্দিষ্ট আমাদের কাছে আসতে হবে।’

দুপুর সাড়ে বারোটার দিকে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, প্রেসক্লাবের কদম ফোয়ারা থেকে মূল গেট পর্যন্ত অবস্থান করছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। সড়কের ওপর পলিথিন ও কাগজ বিছিয়ে কেউ বসে, কেউবা শুয়ে আছেন। ‘বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার বাংলায়, উন্নয়নের বাংলায়, শিক্ষক কেন রাস্তায়’-এমন নানা স্লোগান দিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।

অনেকের সঙ্গে জামা-কাপড় ভর্তি ব্যাগ আছে। তাঁরা জানায়, ঢাকায় যাদের আত্মীয়-স্বজন আছেন, তাঁরা সন্ধ্যার পর ফিরে যাচ্ছেন। আর ঢাকায় স্বজনহীন শিক্ষক-কর্মচারীরা রাতে প্রেসক্লাবের সামনের সড়কেই

ঐক্যফ্রন্ট থেকে অনেকেই শপথ নেবেন: সুলতান মনসুর

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়ে সাংসদ হিসেবে শপথ নেওয়া সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করে জিতে আসা আরও অনেকেই শপথ নেবেন বলে তিনি জানেন।

আজ শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের অনেকে শপথ নেবেন। এ ব্যাপারে প্রথম আলোকে সুলতান মনসুর বলেন, ‘কে কে শপথ নেবেন, তা বলতে পারব না, তবে নেবেন এটা আমি জানি। অপেক্ষা করেন, দেখবেন। এঁদের মধ্য থেকে নেবেন। ৯০ দিনের মধ্যেই নেবেন।’

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মোট আটজন নির্বাচিত হন। এর মধ্যে বিএনপি থেকে ছয়জন আর গণফোরাম থেকে দুজন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন।  ৭ মার্চ তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। সেদিন বিকেলেই সংসদ অধিবেশনে যোগ দেন। এখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য। নির্বাচনের পর থেকে তিনি ঐক্যফ্রন্টের কোনো কার্যক্রমে অংশ নেননি।

সুলতান মনসুর প্রথম আলোকে বলেন, নির্বাচনে যিনি প্রার্থী হন তাঁর যোগ্যতা আছে বলেই প্রার্থী হন। যেহেতু সংসদ নির্বাচন করেছেন, শপথের জন্যই এবং সংসদে যাওয়ার জন্যই নির্বাচন করেছেন।

এবারের নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে আটজন নির্বাচিত হন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপির এবং দুজন গণফোরামের। সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানও শপথ নিতে আগ্রহী। ৭ মার্চ তাঁর ও শপথ নেওয়ার কথা থাকলেও তিনি সেদিন শপথ নেননি। শপথ নেওয়ার ব্যাপারে মোকাব্বির খান আজ প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল শনিবার দলের প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠক হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। আশা করছি বিষয়টির একটি সুরাহা হবে।’
বিএনপি শপথ নেওয়ার ব্যাপারে বিরোধিতা করে আসছে।

মায়ের পছন্দেই বিয়ে করেছেন মোস্তাফিজ

আগেই জানা গিয়েছিল আজ বিয়ে করবেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এ পেসার আজ বিকেলে সেটির আনুষ্ঠানিকতা সেরেছেনমোস্তাফিজুর রহমান আজ বিয়ে করবেন, সেটি জানা হয়েছে আগেই। আজ শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন বাঁহাতি পেসার। কনে সামিয়া পারভীন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। মেয়ের বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মেজ মামা।
এমনিতে কথা বলেন কম। বিয়ে নিয়েও মোস্তাফিজের মুখে তালা। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে যা কথা বলার তাঁর বড় ভাই মাহফুজুর রহমানই বললেন। তিনি মোস্তাফিজ-শিমু দম্পতির জন্য সবার কাছে দোয়া চাইলেন। মাহফুজই জানালেন, মোস্তাফিজের স্ত্রী শিমু তাঁদের মেজো মামা রওনাকুলের তৃতীয় মেয়ে। একেবারে ছোটখাটো আয়োজনেই বিয়েটা হয়েছে। কাছের কজন বন্ধু, তাঁদের পরিবারের সদস্য আর মামার বাড়ির আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আপাতত শুধু আকদ হয়েছে, বিয়ের আসল অনুষ্ঠানটা হবে বিশ্বকাপের পর।
পারিবারিক সূত্রে জানা গেল, বিয়ের ক্ষেত্রে মোস্তাফিজ পরিবারের পছন্দকেই গুরুত্ব দিয়েছেন। শিমুকে পছন্দ করেছেন আসলে মোস্তাফিজের মা মাহমুদা খাতুন। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়া শিমু এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়াশোনা করছেন।

ক্রাইস্টচার্চে মসজিদে গুলি: শোক–শ্রদ্ধায় ২৬ জনের দাফন

নিউজিল্যান্ডের জন্য আজকের দিনটি ছিল শুধুই শোকের। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর ক্রাইস্টচার্চের মেমোরিয়াল পার্ক কবরস্থানে নিহত ২৬ জনের দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল ৩ বছর বয়সী একটি শিশুও। মসজিদে হামলার ঘটনায় নিহত লোকজনের মধ্যে ইব্রাহিম নামের শিশুটি সর্বকনিষ্ঠ।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাফনের পর ধীরে ধীরে নিহত লোকজনের নাম-পরিচয় প্রকাশ করা হবে। ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
এদিকে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহত লোকজনের স্মরণে আজ শুক্রবার দেশটিতে দুই মিনিটের নীরবতা পালন করা হয়েছে। হামলার স্থান আল নুর মসজিদের কাছের হ্যাগলি পার্কে শুক্রবার দুপুরে শোক প্রকাশে হাজারো মানুষ সমবেত হন। প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন এতে যোগ দেন। রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনে আজান প্রচারের পর দেশজুড়ে নীরবতা পালন করা হয়। এ ছাড়া মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ নিউজিল্যান্ডের অন্য ধর্মের নারীরা মাথায় হিজাব পরেছেন।

গত শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজ আদায়রত মুসলিমদের ওপর আধা স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় যুবক ব্রেনটন টারান্ট (২৮)। এর কিছু পরে ব্রেনটন কাছাকাছি লিনউড মসজিদে হামলা চালান। দুটি হামলায় ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি। আহতও হন ৫০ জন। হত্যার অভিযোগ এনে ব্রেনটনকে কারাবন্দী রাখা হয়েছে।

এদিকে এরই মধ্যে অস্ত্র আইন পরিবর্তনে পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন গতকাল বৃহস্পতিবার দেশটিতে সব ধরনের আধা স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

এই হামলার ঘটনায় আহত ২৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত পাঁচজনের অবস্থা এখনো গুরুতর। এর মধ্যে চার বছর বয়সী একটি মেয়েও আছে।

সাকিব ব্যাগে কী নিয়ে গেলেন হায়দরাবাদের জন্য

আইপিএল খেলতে সাকিব এখন কলকাতায়। বিমানবন্দরে তাঁর কাঁধের ব্যাগ নিয়ে হায়দরাবাদ একটু রসিকতাও করেছে
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে সানরাইজার্স হায়দরাবাদ টিম এখন কলকাতায়। ঢাকা থেকে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। মাথায় কালো টুপি, পরনে ছাই রাঙা টি-শার্ট আর নীল জিনস—কলকাতা বিমানবন্দরে বাংলাদেশ অলরাউন্ডারকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।সাকিবের কাঁধে ব্যাগ দেখে ফেসবুকে নিজেদের পেজে হায়দরাবাদ খানিকটা রসিকতার সুরে লিখেছে, ‘অভিজ্ঞ ও অলরাউন্ড পারফরমার। সাকিব আল হাসান শুধু আসেনইনি, এক ব্যাগ ট্রিকস নিয়ে এসেছেন।’ সাকিব যেখানেই খেলতে যান প্রচুর ‘ট্রিকস’ বা ‘কৌশল’ নিয়েই যান। তাঁর কৌশল কতটা কার্যকর হায়দরাবাদ গত আইপিএলেই দেখেছে। ১৭ ম্যাচের ১৩ ইনিংসে ২৩৯ রান আর ১৪ উইকেট নিয়ে শুধু দলেরই নয়, পুরো টুর্নামেন্টে সেরা পাঁচ অলরাউন্ডারের একজন ছিলেন। হায়দরাবাদের ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

ব্যাটিংয়ে লম্বা ইনিংস না খেলতে পারার অতৃপ্তি থাকলেও গতবার সাকিব সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন বোলিং দিয়ে। ২০১৮ আইপিএলে হায়দরাবাদের বোলিং যে সবচেয়ে সেরা বলা হয়েছিল, সেটির বড় কৃতিত্ব সাকিবের। টি-টোয়েন্টিতে স্পিনারদের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয় পাওয়ার প্লেতে। বেশির ভাগ ম্যাচে সাকিবকে আক্রমণে আসতে হয়েছিল এ সময়টাতেই। অধিনায়কের আস্থার যথার্থ প্রতিদানও দিয়েছেন তিনি। প্রতিপক্ষে টপ অর্ডারে আঘাত হানছেন, কৃপণ বোলিং করেছেন। হায়দরাবাদ যে ছয়টি লো স্কোর (১৫০ রানের নিচে) ডিফেন্ড করে জিতেছিল, বেশির ভাগ ম্যাচেই বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সাকিব। দুটিতে তো ম্যাচসেরার জোরালো দাবিদারও ছিলেন। শুধু পারফরম্যান্স দিয়েই নয়, যেহেতু বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক, নিজের অভিজ্ঞতা থেকে বুদ্ধি-পরামর্শ দিয়ে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে (এবারও তিনিই অধিনায়ক) নানাভাবে সহায়তা করছিলেন। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, দলের থিঙ্ক ট্যাংক—একের ভেতর তিন নয়, সাকিব যেন চার! এ কারণে বাংলাদেশ অলরাউন্ডারকে এক ম্যাচেও বসিয়ে রাখেনি হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট।

সাকিব যে হায়দরাবাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি শুধু টুর্নামেন্টে নয়; অন্য সময়েও বুঝিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবকে যেমন এবার আইপিএল নিলামে উঠতেই দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছানো মাত্র সাকিব নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তাঁর দল হায়দরাবাদের পেজে। বাঁহাতি অলরাউন্ডারের কলকাতায় পা রেখেই মনে পড়ে গেছে পুরোনো স্মৃতি, ‘কলকাতায় আসা ও কলকাতার ইডেন গার্ডেনসে বিপুল দর্শকের সামনে খেলা—এই স্টেডিয়ামে অনেক স্মৃতি আছে আমার। পরশু ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের সমর্থন করুন, আমাদের ওপর আস্থা রাখুন। আশা করি আপনাদের আস্থার প্রতিদান দিতে পারব।’

শুধু আজই নয়, সাকিবের বিশেষ কোনো অর্জন বেশ ফলাও করে প্রকাশ-প্রচার করে থাকে হায়দরাবাদ। এমনকি তাঁর বিবাহবার্ষিকীতে পর্যন্ত শুভেচ্ছা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য এর সঙ্গে একটি বাণিজ্যিক উদ্দেশে আছে, সেটিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হায়দরাবাদ খুব ভালো করেই জানে, সাকিব এই দলে খেলেন বলেই বাংলাদেশের দর্শকদের বিপুল আগ্রহ কিংবা সমর্থন তাদের প্রতি। সাকিবের ছবি বা কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানেই বাংলাদেশের দর্শকেরা সেটি বিপুল উৎসাহ নিয়ে দেখবেন। কিন্তু শুধু দর্শকদের আগ্রহের কথা চিন্তা করেই যে সাকিবকে হায়দরাবাদ ভীষণ গুরুত্ব দেয়, মোটেও তা নয়। মাঠে তিনি দুর্দান্ত পারফরমার, ধারাবাহিক ভালো খেলেন, হায়দরাবাদের কাছে এটিই বেশি গুরুত্বপূর্ণ।

কাল চেন্নাইয়ে বিরাট কোহলির বেঙ্গালুরুর সঙ্গে ধোনির চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। তবে বাংলাদেশের দর্শকদের আইপিএল শুরু রোববারে। ইডেন গার্ডেনসে কলকাতার বিপক্ষে নামবে সাকিবের হায়দরাবাদ। মাঝে তিনটা মৌসুম বাংলাদেশের দর্শকদের কাছে আইপিএল মানে ছিল সাকিব-মোস্তাফিজ। এবার সেটি নেমে এসেছে শুধু সাকিবে। বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস-হতাশা নির্ভর করছে ‘ব্যাগ করে নিয়ে যাওয়া’ এ অলরাউন্ডারের ‘ট্রিকসের’ সাফল্য-ব্যর্থতার ওপর!

র‌্যাব গ্রেপ্তার করার ৮ ঘণ্টা পর যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে এক যুবক গ্রেপ্তার হওয়ার প্রায় আট ঘণ্টা পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় যুবকের। র‌্যাবের দাবি, ওই যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার এড়াতে অতিরিক্ত ইয়াবা বড়ি খাওয়ার ফলে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া যুবকের নাম মো. শাকিল খান (২৮)। শাকিলের বাড়ি দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. শাহ আলম খান। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাকিলের মৃত্যু হয়।মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিলকে গতকাল বিকেলে দশমিনা উপজেলার রমানাথ সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী র‌্যাব-৮–এর একটি দল।প্রত্যক্ষদর্শী ও শাকিলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শাকিলকে সাদাপোশাকধারী কয়েকজন আটক করে মারধর করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সাদাপোশাকধারী ব্যক্তিরা র‌্যাবের পরিচয়পত্র দেখালে স্থানীয় লোকজন সরে দাঁড়ায়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার এড়াতে শাকিল সঙ্গে থাকা অনেক ইয়াবা বড়ি খেয়ে ফেলেন। এ কারণে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা, র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ছিলেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা ছিল।

শাকিলের এক স্বজন অভিযোগ করেন, শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে বেলা সাড়ে তিনটায়। অথচ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রাত ১১টা ১০ মিনিটে। গ্রেপ্তারের আগেই শাকিল ইয়াবা ট্যাবলেট খেয়ে থাকলে দীর্ঘ সময়ে কেন শাকিলকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়নি?
এ বিষয়ে জানার জন্য র‌্যাব-৮–এর মুঠোফোন নম্বরে কল করলেও কেউ ধরেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আখতারউজ্জামান বলেন, গতকাল রাত ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাবের সদস্যরা শাকিলকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। র‌্যাবের সদস্যরা জানান, শাকিল ইয়াবা বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ওই সময় শাকিল কথা বলতে না পারলেও ইয়াবা বড়ি খাওয়ার কথা মাথা নেড়ে স্বীকার করেন। তাঁর পাকস্থলী ওয়াশের জন্য ওয়াশকক্ষে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। চিকিৎসক বলেন, অতিরিক্ত ইয়াবা বড়ি সেবনে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি খাতার তথ্য অনুযায়ী, র‌্যাব-৮–এর দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) সোয়েব আহম্মেদ শাকিলকে ভর্তি করান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডাকসু ভিপির দায়িত্ব নিচ্ছেন নুরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিচ্ছেন নুরুল হক। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে নুরুল নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান।

১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ার পর নুরুল দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আজ এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই নেতা। কাল শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নুরুলের সঙ্গে তাঁর প্যানেলের সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব নেবেন।ডাকসুর ২৫টি পদের মধ্যে বাকি ২৩টি পদেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের প্যানেল জয় পেয়েছে। আজ সংবাদ সম্মেলনে নুরুল হক বলেন, 'শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীকাল অনুষ্ঠেয় ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। পুনর্নির্বাচনের দাবিসহ শিক্ষার্থীদের অন্য যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করতে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চলবে। পুনর্নির্বাচনের চাওয়া আমাদের বরাবরের মতোই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যেসব অঙ্গসংগঠন বা কথা বলার জায়গা রয়েছে, সেসব জায়গায় অনিয়ম নিয়ে কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি।’

দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবি করে নুরুল হক বলেন, ‘দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মেধাভিত্তিক সুস্থধারার ছাত্র রাজনীতির পরিবর্তে অর্থ ও পেশিশক্তি–নির্ভর অপরাজনীতির বিকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল আর বিজয় একাত্তর হল ছাড়া অন্য হলগুলো প্রশাসন যেন ক্ষমতাসীন ছাত্রসংগঠনের কাছে ইজারা দিয়েছে। যে মেধা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় একটি বন্দুকের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয়, ‘পরবর্তী লক্ষ্য আপনি’।

দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বাতিল করে টুইটার কর্তৃপক্ষ। এর ৪৮ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই পোস্ট দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই পোস্ট ছাড়াও একই বার্তা দিয়ে অপর একটি টুইট বার্তা পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির পুলিশ সংস্থাকে ট্যাগ করা হয়। এই পোস্টটি ব্যবহারকারীদের নজরে আসার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে টুইটার ব্যবহারকারীরা ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন (রিপোর্ট) জানাতে থাকেন। পরে বিকেলে টুইটার কর্তৃপক্ষ এসব আবেদনে সাড়া দেয়।

টুইটারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা প্রথম রিপোর্ট পাওয়ার পরপরই অ্যাকাউন্ট বাতিল করতে দ্রুত সিদ্ধান্ত নিই। আমাদের টিম প্রতিনিয়তই ক্রাইস্টচার্চ সংশ্লিষ্ট উসকানিমূলক বার্তা মুছে ফেলতে তৎপর রয়েছে। আমরা এই ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।’

প্রতিবেদনে বলা হয়, হুমকি দেওয়া ওই অ্যাকাউন্টে ইসলামবিদ্বেষী ও শ্বেতাঙ্গবাদের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করা হচ্ছিল। দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলছেন, তাঁরা বিষয়টি তদন্ত করছেন।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। ঘটনার পরপর আটক করা হয় অস্ট্রেলিয়ান এক নাগরিককে।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মেধাবী ছাত্র আবরারের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা রাস্তায় শৃঙ্খলা রক্ষা করতে পারিনি। এই ব্যর্থতা আমাদের সবার। এর দায়ভার কেউ এড়াতে পারেন না। আমরা কেউ চাই না এ রকম দুর্ঘটনা হোক।’

ডিএমপি কমিশনার আজ বৃহস্পতিবার গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ট্রাফিক সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।